Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

রাজদূত ব্যায়ামাগারের ৫৯তম বর্ষের শ্যামা আরাধনার সূচনা

পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন সার্বজনীন শ্যামা পুজা কমিটি রাজদূত ব্যায়ামাগারের ৫৯তম বর্ষের পূজার শুভ উদ্বোধন হল শনিবার।

প্রদীপ প্রজ্বলন করে মন্ডপের সূচনা করেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর।অন্যান্যদের মধ্যে ছিলেন দুরমুট গৌড়া মঠের প্রধান মহারাজ বামন মহারাজ,শিক্ষক শ্যামল জানা,সমাজসেবী বিশ্বজিৎ মাইতি,খেজুরী ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভানেত্রী শ্রাবনী মাইতি প্রমুখ।

প্রয়াত নিখিলেশ নন্দের উদ্যোগে রাজদূত ব্যায়ামাগারের পথচলা শুরু।সেই প্রসঙ্গ তুলে জ্যোতির্ময় বাবু বলেন রাজদূত ব্যায়ামাগার শুধু শরীর চর্চা করেনা,মানসিক ও সামাজিক বিকাশেও কাজ করে চলেছে এই প্রতিষ্ঠান।পূজায় সকলকে শুভেচ্ছা জানান জ্যোতির্ময় বাবু।

ব্যায়ামাগারের সম্পাদক রাজনন্দিনী নন্দ মিশ্র জানিয়েছেন এদিন প্রায় ৫০ জন অসহায় মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাজদূত ব্যায়ামাগারের সহ সভাপতি রামকৃষ্ণ পন্ডা।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে ব্লু হেভেন মিউজিক ট্রুপের শিল্পীরা নাচ ও গান পvরিবেশন করে।

Related News

Also Read