Select Language

[gtranslate]
৩০শে শ্রাবণ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১৪ই আগস্ট, ২০২৫ )

বর্ষার পরই শিলাবতী নদীর পূর্ণাঙ্গ অংশ সংস্কারের দাবী

গত কয়েকদিনের নিম্নচাপ জনিত বৃষ্টিতে পুরুলিয়া-বাঁকুড়া-পশ্চিম মেদিনীপুর জেলার একাংশের মধ্য দিয়ে প্রবাহিত শিলাবতী নদীর জলস্ফীতির কারণে মেদিনীপুর ও ঘাটাল মহকুমার বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে। চাষা-আবাদ,রাস্তার ক্ষতির পাশাপাশি হাজার হাজার-হাজার বানভাসি মানুষ ভীষনভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকারি ত্রাণ ও উদ্ধার কার্য ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন তুলনায় অপ্রতুল।

 

ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,অল্প বৃষ্টিতে শিলাবতী নদী সংশ্লিষ্ট এলাকার বিধ্বংসী বন্যা দেখিয়ে দিল,শিলাবতী নদীর জলধারণ করার ক্ষমতা একেবারে তলানিতে। রাজ্য সরকারের মাস্টার প্ল্যান রূপায়ন নিয়ে চর্চার শুরুতেই আমরা বলেছিলাম, মাস্টার প্ল্যানের প্রধান ও প্রথম কাজ শিলাবতী নদী পূর্ণ সংস্কার।

 

কিন্তু রাজ্য সরকার সে পথে না হেঁটে, যে কাজগুলিতে বাধা সৃষ্টির সম্ভাবনা ছিল, সেই কাজগুলোই প্রথমে রূপায়ণ করবার উদ্যোগ নিলেন। আর কালবিলম্ব না করে বর্ষার পরই শিলাবতী নদীর পূর্ণাঙ্গ অংশ সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য আমরা সরকারের নিকট দাবী জানাচ্ছি।

Related News

Also Read

22:17