খটির মরসুম শুরু হতেই সমস্ত খটির উন্নয়ন বিষয়ে একটি জরুরী সভা অনুষ্ঠিত হলো সোমবার। কাঁথি মহকুমা খটি উন্নয়ন সমিতির কার্যালয়ে এই জরুরী সভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমিন সোহেল, সম্পাদক লক্ষীনারায়ন জানা, সহ-সভাপতি রবীন বর, সহ-সম্পাদক শেখ আজিজুল আলী, সহ অন্যান্য কর্মকর্তাগণ।
এই সভায় কাঁথি মহকুমার ৪২ টি খটির সভাপতি সম্পাদ গন উপস্থিত ছিলেন। খটি গুলির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।উন্নয়নের জন্য সিদ্ধান্ত হয় একাধিক দাবি জানানো হবে মৎস্য দপ্তরের। প্রয়োজনে বিষয়গুলি মৎস্য মন্ত্রীর নজরে আনা হবে। এছাড়াও খটি পরিচালনার ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আরোগ করা হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করা হয়।
Post Views: 32