পূর্ব মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে পালিত হল কবিগুরু স্মরণ অনুষ্ঠান। ১৯৪১ সালের ৭ অগস্ট মহাপ্রয়াণের পথে গিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ৷ সেদিন ছিল বাংলার বাইশে শ্রাবণ । আজ গুরুদেবের ৮৩তম মৃত্যুবার্ষিকী। বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসকের দপ্তরে সকাল থেকে নাচ গান আবৃত্তি রবি কথার মাধ্যমে পালিত হয় দিনটি।
কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ পর্যালোয়ের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলা জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে, অতিরিক্ত জেলাশাসক দিব্যা মরুগেসন সহ একাধিক আধিকারিক ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি জেলাশাসকের চত্বরে লাগানো হয় একাধিক গাছ।