রামনগরের অনুষ্কা ও অন্তরার গানে পুরস্কার জয় করল। এ যেন অসম্ভব থেকে সম্ভব হয়ে ওঠার কাহিনী। ছোটবেলা থেকেই স্বপ্ন সঙ্গীত শিল্পী হয়ে ওঠা। বিভিন্ন মঞ্চে গান গেয়ে মন জয় করেছে অনুষ্কা ও অন্তরা দুই বোন। অন্তরা জানা রামনগর বালিকা বিদ্যালয় এর নবম শ্রেণীর ছাত্রী। বড় হয়ে সংগীতশিল্পী হতে চায়। শুধু গান নয়, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলাতেও বিভিন্ন সংস্থা থেকে পুরস্কার জিতে নিয়েছে। বিগত দিনে হস্তাক্ষরের জন্য জেলায় পুরস্কার জিতেছিল সে। মা মানসী জানা ও বাবা দীপক জানা মেয়েদেরকে সংগীত শিল্পী করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নাতি নাতনির বড় হওয়ার পেছনে আরো বেশি অবদান রয়েছে দাদু
প্রশান্ত জানা ও ঠাকুরমা রাধারানী জানার ও।
ত্রিশটিরও বেশি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে অন্তরা। পড়াশোনার পাশাপাশি কঠোর অধ্যাবসায় গানের তালিম নিয়েছে সে। কলকাতার একটি টিভি চ্যানেলে গান গাওয়ার সুযোগ পেয়েছে। সেখানে সাফল্যের সহিত পুরস্কার জিতে নিয়েছে সে।রামনগর শহরের থানা মোড়ের পাশেই অনুষ্কার বাড়ি । সে স্বপ্ন দেখছে আগামীতে একজন সঙ্গীত শিল্পী হয়ে উঠবে। বাবা-মা দাদু দিদাও স্বপ্ন দেখছে আরো বড় হয়ে উঠুক সে। গান, আবৃত্তি, খেলাধুলো এমনকি পড়াশোনাতেও খুবই ভালো অনুষ্কা। দিদির মতো বোন অন্তরাও গানকে তার প্রথম পছন্দ বানিয়ে নিয়েছে। অনুষ্কা ও অন্তরার এই অসাধারণ সাফল্যে খুবই খুশী পরিবার সহ পাড়া-প্রতিবেশীরাও। ঘরভর্তি পুরস্কারে ডালি। স্বপ্ন সঙ্গীতশিল্পী হয়ে ওঠা। রামনগরের মেয়ের এই অসাধারণ সাফল্যে খুশি সকলে। পড়াশুনোর পাশাপাশি এইভাবে সাংস্কৃতিক চর্চায় সে এগিয়ে এসেছে, পথ দেখাচ্ছে বাকিদেরও।
