বারবার আবেদন জানানোর পরেও বেহাল রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেই ।এর প্রতিবাদে এবার বড়সড় আন্দোলনে নামলো এলাকাবাসী।
গ্রামের মহিলারা রাস্তা সংস্কারের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে অবরোধ- বিক্ষোভ করে ।
মংগলবার সকাল থেকে নন্দীগ্রাম- তেরপেখ্যা রাজ্য সড়কের সিঁদুরটিয়াতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজনেরা।
আন্দোলনকারীদের অভিযোগ নন্দীগ্রামের সিঁদুরটিয়া থেকে মহাগ্রাম পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। বয়াল ১ ও ২ গ্রাম পঞ্চায়েত এবং পাশাপাশি বিডিও অফিসে বারবার রাস্তা সংস্কারের দাবিতে আবেদন জানানো হলেও কোনো রকম কর্ণপাত করেনি প্রশাসন। তাই আজ এই ধরনের অবরোধ বিক্ষোভ শুরু করেছেন স্থানীয়রা।
আন্দোলনকারীরা হুমকী দিয়েছেন এর পরেও পরিস্থিতির বদল না ঘটলে তাঁরা আরো বড় আন্দোলনে নামবেন।
Post Views: 12