দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর১নং ব্লকের র্মীজাপুর বাজারে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এই কর্মিসূচীতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া দপ্তরের কো-অর্ডিনেটর শিউ মাইতি, সেক সানোয়ার মহম্মদ, সামশুল আলি খান, দিলীপ প্রধান ও অন্যান্য নেতৃত্ব। সভাপতিত্ব করেন ব্লক কংগ্রেসের সভাপতি অসিত পাত্র।
শিউ মাইতি বলেন কেন্দ্রের বিজেপি সরকার দেশের ও দশের বিকাশের বদলে বিনাশ করে চলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধি তার এক উদাহরণ। আজ পেঁয়াজের মূল্য আকাশ ছূঁয়েছে। রাজ্যের সরকারও দূর্নীতিগ্রস্ত বলে এই কংগ্রেস নেতা অভিযোগ করেন।
Post Views: 19