পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের সরদা, আমতলিয়া, ধোবাবেড়িয়া বসন্তিয়া ও চালতি গ্রাম পঞ্চায়েতের মৎসজীবিদের নিয়ে গঠিত উপকূলীয় প্রাইমারী মৎসজীবি সমবায় সমিতির নিন্ধীকরণের পর প্রথম সভা কাজলা জনকল্যাণ সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় ৮৩ জন পুরুষ মৎসজীবি ও ৩১ জন মহিলা মৎস্যজীবী মোট ১১৪ জন সদস্য সদস্যরা ১৭৪ জন সদস্য/সদস্যা গ্রহণ করেন।
সভায় উপহিত ছিলেন কাজলা কল্যান সমিতির সধারণ সম্পদক স্বপন পশুা ও এাকশান এড্ অ্যাসোসিয়েশন এর প্রতিনিধ সুরজিৎ নিয়োগী প্রমুখ।উনারা মৎস সমবায় বিষয়ে নানা অভিজ্ঞতা, তথ্য, ও সমবায় সমিতির কাজের পরিকল্পনা পরিকল্পনা সকলের সামনে তুলে ধরেন।
অষ্ঠানে সভাপতিত্ব করেন উপকূলীय, মৎজীবি সমবার সমিতির সভাপতি অনির্বাণ পণ্ড। উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধমে সভা শেষ করেন সমবায় সমিতির সম্পাদক বিশ্বজিৎ দাস ।
Post Views: 19