নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সোনাচূড়ায় শহিদ মিনারে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা রবিবার শুভেন্দু অধিকারী স্বাস্থ্যশিবিরে রোগীদের চিকিৎস্যা করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা ডাঃ অর্চনা মজুমদার। নন্দীগ্রাম থেকে নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়কের করা স্বাস্থ্যশিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা চিকিৎস্যক হিসাবে হাজির থাকার জেরে তা নিয়ে রাজনৈতিক মহলে উঠেছে বিতর্কের ঝড়।

তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ অভিযোগ করে বলেন, আমরা জানি জাতীয় মহিলা কমিশন নিরপেক্ষ সংস্থা। সেই সংস্থার সদস্যা বিজেপি বিধায়কের কর্মসূচিতে উপস্থিত থাকেন কি করে?

তৃনমূলের তোলা অভিযোগ নিয়ে বিজেপি শিবিরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর প্রশ্ন জাতীয় মহিলা কমিশনের সদস্যা হওয়ার পরেও কি ভাবে ডাঃ অর্চনা মজুমদার কি ভাবে একটি রাজনৈতিক দলের কর্মসূচীতে থাকেন ।কমিশন কি এই সদস্যার বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহন করবেন,সেই প্রশ্নও করেছেন তাঁরা।





