Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

আবার বারুইপুর চম্পাহাটি থেকে বাংলাদেশি এক নাগরিক গ্রেফতার

প্রদীপ কুমার সিংহ

 ২৪ ঘন্টা না যেতেই আবার চম্পাহাটি থেকে এক বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করলো বারুইপুর থানার পুলিশ।

সোমবার রাতে বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটি এলাকা থেকে আবারও গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক । ধৃত ব্যক্তির নাম সঞ্জয় মন্ডল অরফে আমির হামজা।

বাংলাদেশের নাম বদলে সঞ্জয় রাখেন, যাতে ভারতে থাকতে সমস্যা না হয়। ভারতীয় নথি করতে সাহায্য করেন রামগোপালপুরের গোস্ট মন্ডল। ১২ হাজার টাকার বিনিময়ে ভারতীয় গোস্ট মন্ডল ভোটার কার্ড তৈরি করেন।উদ্ধার হয়েছে বাংলাদেশের ভোটার কার্ড। ২০১৪ সালে উত্তর ২৪ পরগনার বসিরহাট সীমান্ত থেকে ২২০০ টাকার বিনিময়ে নদী পেরিয়ে আসেন ভারতে, ওই নৌকার ২২০০ থেকে ২৫০০ টাকার বিনিময়ে প্রায় ২৫ জন প্রবেশ করেন ভারতে , তার পর থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় থাকতে শুরু করেন বিভিন্ন নামে । বিল্ডার্স দোকানে কাজ করতেন। ওই উপার্জনের টাকা বাংলাদেশিদের মারফত পাঠাতেন বাংলাদেশের থাকা মায়ের কাছে ।ধৃত ব্যক্তিকে মঙ্গলবার দুপুরে বারুইপুর থানা পক্ষ থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় !

Related News

Also Read