তমলুক রাজ ময়দানে উইন্টার কাপের সমাপ্তি, চ্যাম্পিয়ন আরিফ দ্বীপ এন্টারপ্রাইজ - Ekhansangbad

Select Language

[gtranslate]
২২শে আষাঢ়, ১৪৩২ রবিবার ( ৬ই জুলাই, ২০২৫ )

তমলুক রাজ ময়দানে উইন্টার কাপের সমাপ্তি, চ্যাম্পিয়ন আরিফ দ্বীপ এন্টারপ্রাইজ

ঐতিহাসিক তমলুক শহরের রাজ ময়দানে ৩১  জানুয়ারি শুরু হয়েছিল ডে নাইট উইন্টার কাপ প্রতিযোগিতা, আয়োজনে তমলুক উইন্টার কাপ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চব্বিশটি টিম নিয়ে এই খেলার আয়োজন করা হয়। দীর্ঘ ১৭ বছর ধরে চলে আসছে এই ক্রিকেট প্রতিযোগিতা। ২ফেব্রুয়ারি রাত্রে এই খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় চ্যাম্পিয়ন হয় আরিফ দ্বীপ এন্টারপ্রাইজ, এবং রানার্স হয় মা কল্পনা এন্টারপ্রাইজ। প্রথম পুরস্কার হিসেবে নগদ অর্থ ১লক্ষ ১১হাজার ১১ টাকা সহ ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার ৭৭ হাজার ৭৭৭ টাকা সহ ট্রফি। দীর্ঘ ১৭ বছর ধরে এই ক্রিকেট প্রতিযোগিতা হয়ে আসছে ঐতিহাসিক তমলুক শহরের রাজ ময়দানে। শুধু তমলুক শহর নয় খেলা দেখতে প্রতিদিন ময়দানে ভিড় জমায় জেলার বিভিন্ন প্রান্তের ক্রিকেট প্রেমী মানুষেরা।

Related News

22:43