Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

রাজদূত ব্যায়ামাগারের গুনীজন সম্মাননা ও বস্ত্রদান

রবিবার ভাইফোঁটার দিন সন্ধ্যায় রাজদূত ব্যায়ামাগারের মঞ্চে গুনীজন সম্বর্ধনা ও বস্ত্র বিতরন করা হয়.এই সভায় পৌরহিত্য করেন ক্লাবের সভাপতি ডা: শ্রীমন্ত বানিয়া.গুনীজন সম্বর্ধনা ও বস্ত্র বিতরন সভায় অন্যান্য বিশিষ্টদের মধ্যে ছিলেন কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্কের সম্পাদক অ্যাপেলো আলি,কাজলা জনকল্যান সমিতির সম্পাদক স্বপন পন্ডা,কাঁথি মহমুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত প্রমুখ.



এদিন কাঁথি মহকুমা দেওয়ানি আদালতের বর্ষিয়ান আইনজীবি শুভেন্দু বিকাশ বেরাকে সম্বর্ধিত করে রাজদূত ব্যায়ামাগার.তাঁর হাতে পুষ্প স্তবক,উত্তরীয় এবং মান পত্র তুলে দেওয়া হয়.রাজদূত ব্যায়ামাগারের এই উদ্যোগের প্রশংসা করেন বর্ষিয়ান আইনজীবি শুভেন্দু বিকাশ বেরা.


পরে কাঁথি শহরের বিভিন্ন এলাকার শতাধিক আর্থিক ভাবে দুর্বল মানুষদের হাতে শাড়ি-কম্বল- চাদর-মশারি-বেডশিট প্রমুখ সামগ্রী তুলে দেওয়া হয়.সেই সাথে ছদ্মবেশ প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী স্থানাধিকারীদের নগদ অর্থ সহ ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়.সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সহ সভাপতি আইনজীবি রামকৃষ্ণ পন্ডা.

Related News

Also Read