বিশ্ব পরিবেশ উপলক্ষে পরিবেশ সচেতনতার উদ্দেশ্যে আজ মেচেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের মুল ফটক পর্যন্ত এক পদযাত্রা হয়। এই উপলক্ষে মেচেদা পাঁচমাথার মোড় ও থার্মাল গেটে পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ দূষন প্রতিরোধ কমিটির সহঃ সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া,মুখপাত্র নারায়ন চন্দ্র নায়ক,সহঃ সম্পাদক ডাঃ কালি শংকর পাত্র প্রমুখ।

Post Views: 48





