পটাশপুর ১ ব্লকের নতুন পুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি প্রাইভেট গাড়ি ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ।ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইক চালক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল ৫ টা নাগাদ পটাশপুর থানার মংলামাড়োর দিক থেকে একটি প্রাইভেট গাড়ি আসছিল। উল্টোদিকে পটাশপুরের দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এর ঘটনা ঘটে। ঘটনায় বাইক চালক গুরুতর আহত হলেও প্রাইভেট গাড়ির মধ্যে থাকা যাত্রীরা অক্ষত ছিল বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহত বাইক চালককে উদ্ধার করে বাইক চালককে পটাশপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করস হয়। পটাশপুর থানার পুলিশ প্রাইভেট গাড়ি ও বাইক কে আটক করে থানায় নিয়ে যায়। ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে পটাশপুর থানার পুলিশ। আহত ওই মটর সাইকেল চালকের বাড়ি গোপালপুর গ্রাম পঞ্চায়েতের খাড়ান এলাকায়।তিনি পটাশপুর বাঙ্গুচকে শ্রীহরি চশমা দোকানের মালিক।





