Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

সাপের প্রাদুর্ভাব,প্রতিবাদে আধিকারিকের টেবিলে সাপ ছাড়লো যুবক ।।


বারবার অভিযোগ করেও কোন কাজ হয়নি,তাই রেগে অফিসে সাপ ছাড়লো যুবক ! চাঞ্চল্যকর ঘটনাটা হায়দ্রাবাদ পুর নিগমে ঘটেছে,সেই ভিডিও রীতিমত ভাইরাল. যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন সংবাদ.

জানা গেছে বর্ষার জেরে হায়দ্রাবাদে সাপের প্রাদুর্ভাব বেড়েছে. এই যুবকের বাড়িতেও ঢুকে পড়ে কয়েকটি সাপ.এর জেরে আতংক ছড়ায়.সাপের ছোবলের হাত থেকে পরিবারের সদস্যদের বাঁচাতে পুর নিগমের অফিসে ফোন করে অভিযোগ জানায় যুবক. বারবার ঘটনাটা জানালেও হায়দ্রাবাদ পুর নিগম কোন ব্যাবস্থা নেয়নি. এর পরেই ক্ষিপ্ত হয়ে ওই যুবক বাড়িতে ঢুকে পড়া একটি সাপকে ধরে সোজা নিগমের অফিসে এসে আধিকারিকের টেবিলে ছেড়ে দেয়.যার জেরে আতংক ছড়ায় হায়দ্রাবাদ পুর নিগমে.

এই ঘটনাটা ক্যামেরা বন্দী করে এক জন স্যোসাল মিডিয়ায় ছেড়ে দেয়

Related News

Also Read