Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

ফুচকার লোভ দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা প্রতিবেশীর


ফুচকা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক চজয় বছরের শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টা চালালো পঞ্চাশ বছর বয়সী এক প্রতিবেশী।অভিযুক্ত গৌরাঙ্গ অধিকারীকে পাকড়াও করে ব্যাপক প্রহার লাগায় স্থানীয় বাসিন্দারা।পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।

বনগাঁ থানার শক্তিগড় এলাকায় অভিযুক্ত গৌরাঙ্গ অধিকারীর বাড়ির পাশেই প্রতিবন্ধী মা ও দিদার সঙ্গে ভাড়া থাকতো ওই শিশু। রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছটা নাগাদ শিশুটি যখন বাড়িতে খেলা করছিল সেই সময় ফুচকা খাওয়ানোর কথা বোলে তাকে নিজের বাড়িতে ডাকে অভিযুক্ত গৌরাঙ্গ। কিছু বুঝে ওঠার আগেই শিশুর শরীর থেকে সব পোশাখ খুলে ফেলে অভিযুক্ত। সেই সঙ্গে নিজের পোষাক খুলে ফেলে এই মাঝ বয়সী ব্যাক্তি।গৌরাঙ্গকে উলঙ্গ দেখে ভয় পেয়ে চিৎকার করে ওঠে ছয় বছরের ছোট্ট শিশুটি। চিৎকার শুনে ছুটে আসে শিশুর পরিবারের লোকেরা। পরিবারের লোকেদের চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে অভিযুক্ত গৌরাঙ্গকে হাতেনাতে ধরে ফেলে তারা।

শিশু কন্যার দিদার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গৌরাঙ্গকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ।এর জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।গৌরাঙ্গের আচরনে নিন্দার ঝড় উঠেছে, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসীরা।

Related News

Also Read