Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

শিশিরের রাজ্যপাল হওয়ার স্বপ্নে বাধা শুভেন্দু ।।



পঞ্চায়েত সদস্য থেকে কাঁথির পৌর প্রধান,বিধায়ক থেকে কেন্দ্রের মন্ত্রী দেশের প্রায় সব স্তরের নির্বাচিত সাংবিধানিক পদ ছুঁয়ে ফেলেছেন শিশির অধিকারী।কাঁথির এই প্রবীন রাজনীতিবিদের নাম জড়িয়ে গত কয়েক মাস ধরে রাজ্যপাল হওয়ার জল্পনা ঘুরে বেড়াচ্ছে।এই জল্পনা হয়তো সত্যি হতে পারতো । কিন্তু সম্ভাবনা অচিরে বিনাশ ঘটেছে।আর সেটা হচ্ছে তার প্রিয় পুত্র শুভেন্দু অধিকারীর জন্যেই,শুনতে অবাক লাগলেও,বাস্তবে এমনই ঘটছে বলছে রাজনৈতিক মহল ।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে এনডিএ উপ রাষ্ট্রপতি প্রার্থী করার কথা ঘোষনার পর থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে জোর চর্চা শুরু হয়েছে।শিশির অধিকারীর কথা ঘুরে বেড়াচ্ছে আলোচনায়।এর মধ্যেই কেন্দ্রীয় বিজেপির তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে অধিকারীদের।সুত্রের দাবি সেখানে পরিস্কার ভাবে জানানো হয়েছে যদি বিরোধী দলনেতা পদে শুভেন্দু ইস্তফা দেন তবে বাংলায় রাজ্যপাল পদে শিশির অধিকারীর নাম বিবেচনা হতে পারে।আর গোল বেঁধেছে এখানেই ।

রাজ্যের শাসক দল তৃনমূলের নেতারা বহুবার দাবি করেছেন ২০০৯ সালে মনমোহন সিং মন্ত্রিসভায় নিজে জায়গা না পেলেও মমতা বন্দ্যোপাধ্যায় তার বাবা শিশির অধিকারীকে গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী করায় বেজায় চটে যান শুভেন্দু। বাবার নাম ঘোষনার পর রাতের বিমানে কলকাতা ফিরে আসেন তৎকালীন তমলুকের সাংসদ শুভেন্দু। ফলে এবার শুভেন্দু বাবু নিজের পদ থেকে সরে গিয়ে বাবার জন্যে রাজ্যপাল হওয়ার সুযোগ করে দেবেন এমনটা হবেনা বলেই ধারনা রাজনৈতিক মহলের।

শিশির অধিকারী বাংলায় রাজ্যপাল হয়ে এলে ছেলে বিরোধী দলনেতা হিসাবে দাবি সনদ দিলে তা নিয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ উঠবেই বলে মনে করছে কেন্দ্রীয় বিজেপি।তাই অধিকারীদের থেকে শিশির বাবুকে দিল্লী কিংবা উড়িষ্যার রাজ্যপাল করার প্রস্তাব দেওয়া হয়েছে ।যদিও এই প্রস্তাব কতটা সত্য জানা যায়নি।

রাজনৈতিক মহলের একাংশ বলছে রাজ্য জুড়ে শুভেন্দু অধিকারী ছুটে বেড়ালেও বাংলায় বিজেপি তেমন প্রভাব ফেলতে পারছেনা। এই অবস্থায় ব্যাক গিয়ার দেওয়ার জন্যে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক চাল বাবা শিশির অধিকারীর নাম রাজ্যপাল হিসাবে তুলে ধরা। বিজেপি প্রস্তাব গিললে ভালো । আর না গিললে দল কথা শুনলো না,তাই হতাশ হওয়ার নাটক করে কিছুদিন বসে থেকে পরিস্থিতির উপর নজরদারি চালানো।তারপর ঝোপ বুঝে কোপ !

Related News

Also Read