রাজ্য তৃণমূলের নির্দেশে এবং জেলা তৃণমূলের উপস্থিতিতে দেশপ্রাণ ব্লক তৃণমূল কংগ্রেসের আহবানে বিজয়া সম্মেলনে অনুষ্ঠিত হয় শুক্রবার বসন্তিয়া হাই স্কুল মাঠে। সভায় পৌরোহিতের করেন ব্লক তৃণমূল সভাপতি দেবাশীষ ভূঁইয়া।

উপস্থিত ছিলেন সংগঠনিক জেলা সভাপতি পিযুষ কান্তি পন্ডা, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, সাংগঠনিক জেলা চেয়ারম্যান বিধায়ক তরুণ কুমার মাইতি , জেলা সভাধিপতি তথা বিধায় উত্তম বারিক, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের আইএনটিটিইউসির সভাপতি শিবুরাম মাইতি, আই এন টি টি ইউ সি র রাজ্য সম্পাদক তথা কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ ও আমিন সোহেল, জেলার যুব সভাপতি জালাল উদ্দিন খান, জেলা মহিলা তৃনমুল নেত্রী শতরূপা পয়ড়্যা, কাঁথি ৩ ব্লক সভাপতি নন্দ দুলাল মাইতি রাজ্য তৃণমূলের মহিলা নেত্রী রিজিয়া বিবি, শিক্ষক নেতা ইমরান আলি খান, প্রমূখ।

বক্তাগণ তাদের বক্তব্যে দলকে সংঘটিত করার ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ দেন। ভোটার লিস্ট থেকে কোন ভোটারের নাম যাতে বাদ না যায় সে ক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখা, কর্মীদের বাড়ি বাড়ি যোগাযোগ রাখা, সরকারের প্রকল্প গুলি যাদের দেয়া হয়েছে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন, পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়ার পাশাপাশি কেন্দ্রের বঞ্চনার কথা তৃণমূল স্তর পর্যন্ত অবহিত করার পরামর্শদেন।

বিধানসভা নির্বাচনে কেন্দ্রের বঞ্চনার যোগ্য জবাব ব্যালোটে দিয়ে বিজেপি কে পরাস্ত করার কথা বলেন। সবাই অঙ্গীকার করে উত্তর কাঁথি বিধানসভা তৃণমূলকে জয় করতে হবে। এছাড়া সকলে বিজয় ও আগাম দীপাবলীর শুভেচ্ছা বিনিময় করেন।





