প্রদীপ কুমার সিংহ
বারুইপুরে ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা হচ্ছে রাস মাঠে। এই ফুটবল প্রতিযোগিতা পরিচালনায় বারুইপুর রিয়েল স্টার ক্লাব। এই ফুটবল প্রতিযোগিতায় এ বছরে ২৫ বছর পদার্পণ করল। আটটি দল নিয়ে আমন্ত্রণমূলক প্রতিযোগিতা শুরু হচ্ছে বৃহস্পতিবার।চ্যাম্পিয়ন পুরস্কার ১০ লক্ষ টাকা ও সুদৃশ্য একটি চ্যালেঞ্জ পাঁচ ফুটের ট্রফি রানার্স পুরস্কার সাত লক্ষ টাকা ও সুদৃশ্য একটি পাঁচ ফুটের চ্যালেঞ্জ ট্রফি। এছাড়া ম্যান অফ দা টুর্নামেন্ট এক লক্ষ টাকা। পুরস্কার ম্যান অফ দ্যা ম্যাচ ১০ হাজার টাকা। প্রতিটা ম্যাচে দর্শকদের জন্য আলাদা চারটি করে পুরস্কার থাকে। ফ্রিজ , মাইক্রোওভেন, স্মার্ট ওয়াচ টাইম, স্টান্ট ফ্যান। দক্ষিণ ২৪ পরগনা সহ বিভিন্ন অঞ্চল থেকে বহু দর্শক উপস্থিত। যেহেতু এটি আমন্ত্রণ মূলক ম্যাচ এই দলগুলি বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেছেন। এই দলগুলির নাম এসবি ইলেভেন মেদিনীপুর, তানবি ও জানবি গড়িয়া, মেদিনীপুর এবিএফটি ও সোনারপুরে এ আর সেভেন, ব্ল্যাক হাউস এফসি তমলুক, দাদাভাই মামা ভাগ্নে বারুইপুর, এসএস কনস্ট্রাকশন বারুইপুর, বাংলা টিভিএস সূর্যপুর। বৃহস্পতিবার প্রথম খেলা সন্ধ্যা সাতটায় শুরু হয়েছে এই খেলায় উপস্থিত বিধানসভা কেন্দ্রে বিধায়ক বিভাগ সরদার বারুইপুর থানার আধিকারিক সৌমজিৎ রায় বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রথম দিন খেলার প্রায় দশ হাজার দশক উপস্থিত হয়েছে।
বাড়ি পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাগ সরদার সাংবাদিকদের বলেন রিয়াল ছাত্র ক্লাব একটা ঐতিহ্যবাহী ক্লাব বহুদিন ধরেই বারইপুর রাস মাঠে এই ফুটবল প্রতিযোগিতা করে যাচ্ছে। তাদেরকে অভিনন্দন জানান। সেইসঙ্গে তিনি সাংবাদিকদের প্রশ্নে জানান এখন পড়াশোনা চাপে অনেক ছেলেরাই মাঠে নামতে সমস্যায় পড়ছে। মাঠে নামবে না সেই কথা শুনে তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলায় ১৬ আগস্ট ফুটবল দিবস করেছে সেই অনুযায়ী পশ্চিমবাংলায় এখন ফুটবলের জন্য অনেক ছেলে মেয়ে মাঠে নামছে। আগামী দিনে আরো ছেলে মেয়ে মাঠে নামবে তিনি আশা করেন।
বারুইপুর রিয়েল স্টার ক্লাবের পরিচালনায় বৃহস্পতিবার প্রথম খেলা হয় এসবি ইলেভেন মেদিনীপুর এবং তানবি ও জানবি গড়িয়ার মধ্যে। জাতীয় সংগীত দিয়ে খেলা শুরু হয়।এই খেলা বিদেশি খেলোয়াড়ও অংশগ্রহণ করেছে।





