পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি মহকুমা খাদ্য দপ্তর ঘিরে সোমবার বিক্ষোভ দেখালো রেশন ডিলার সংগঠনের সদস্যবৃন্দ। আগামী ১ জানুয়ারি থেকে গণ মন্টন ব্যবস্থাকে স্তব্ধ করে দেওয়ার হুমকি দিল রেশন ডিলার সংগঠন এর কর্মকর্তা বৃন্দ।
সংগঠনের সম্পাদক মদন মোহন দাস অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দুয়ারে রেশনের পরিকাঠামো নেই তবুও দুয়ারের রেশন কর্মসূচি করার জন্য সরকার চাপ দিচ্ছেন। পরিকাঠামো না হওয়া পর্যন্ত সংগঠনের অন্তর্ভুক্ত সমস্ত রেশন ডিলার দুয়ারে রেশন কর্মসূচি করবে না। পরিকাঠামো থাকলে দুয়ারেরেশন করতে কোন সমস্যা নেই। তাছাড়া অনেক সময় ইন্টারনেটের সার্ভার গোলমাল থাকলে রেশন দেওয়া খুব সমস্যা হয়। এর বিকল্প ব্যবস্থা করতে হবে। এছাড়াও আমাদের রেশন ডিলারদের যে স্টক দিচ্ছে বাস্তবে তার মিল নেই যে কারণে ডিলাররা সমস্যায় পড়ছেন।এই সমস্যা দূর করতে হবে।
২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে ২০২০ মার্চ পর্যন্ত দেয়নি কিন্তু এই কমিশন ন্যায্য তো পাওনা আছে। কেন আটকে রেখেছে তা বুঝতে পারা যাচ্ছে না। এছাড়াও আটা প্যাকেটে ৯৫০ গ্রাম থাকে কিন্তু কিসে হয় ১ কেজি এই সমস্যারও দূরীকরণ করতে হবে। এই দাবিগুলো পূরণ না হলে আগামী পহেলা জানুয়ারি থেকে সমস্ত রেশন ডিলার রেশন দেওয়া বন্ধ করে দেবে। পরবর্তীকালে দীর্ঘ আন্দোলনে নামবে ডলার।

