পূর্ব মেদিনীপুর জেলার দূরমুঠ, খেজুরি পটাশপুর সহ নানান প্রান্তে ঘটে যাওয়া নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাঁথি এস ডি পি ও র দপ্তরে ডেপুটেশন দিল কাঁথির ছাত্র যুব নাগরিক মঞ্চ। কাঁথি শহরের পোস্ট অফিস মোড় থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল এসডিপিও-র দপ্তরের সামনে পৌঁছায়।

কাঁথি ছাত্র যুব নাগরিক মঞ্চের পক্ষ থেকে মঞ্চের অন্যতম আহ্বায়ক অধ্যাপক কিংশুক সাহা, প্রধান শিক্ষক সন্দীপ কুমার মিশ্র ও শিক্ষিকা বিপাশা মন্ডল প্রতিনিধি হিসেবে ডেপুটেশন দেওয়ার জন্য যান। এসডিপিও ‘র অনুপস্থিতে তার ইনচার্জ ডেপুটেশন কপি গ্রহণ করেন।
অধ্যাপক কিংশুক সাহা বলেন, ” সারাদেশ ও রাজ্য জুড়ে প্রতিনিয়ত নারী নির্যাতন ধর্ষন ও খুনের ঘটনা ঘটছে কিন্তু প্রশাসন কার্যত নীরব ভূমিকা পালন করায় সমাজ পরিবেশে এই অপরাধপ্রবণ মানসিকতা দিনের পর দিন বাড়ছে। বেশিরভাগ ক্ষেত্রে ভুক্তভোগীরা ন্যায় বিচার পাচ্ছে না।।

সমাজ পরিবেশে একটা অস্থিরতা তৈরি হচ্ছে। খুন, ধর্ষণ, নির্যাতনের ঘটনা বর্তমানে একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যার ফলে এই পূর্ব মেদিনীপুর জেলারও নানান প্রান্তে এই ধরণের ঘটনা ঘটে চলেছে। আমরা জেলাবাসী আতঙ্কিত। কিন্তু রাজ্য প্রশাসনকে আমরা একথা জানিয়ে দিতে চাই, ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। ” আজকের এই প্রতিবাদী কর্মসূচি থেকে অবিলম্বে উপরোক্ত সকল ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবী ওঠে।





