পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার খেজুরি–২ ব্লকের নিজকশবা অঞ্চলের লক্ষণচক গ্রামে তৃণমূল কর্মী সুবল মিদ্যা ও তাঁর পরিবার বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের নৃশংস হামলার শিকার হয়েছে বলে অভিযোগ।
এই হামলায় সুবলবাবু ও তাঁর পরিবারের সদস্যরা গুরুতরভাবে আহত হন। তাঁদের বাড়িঘরও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে।

এই ঘটনার খবর পেয়ে শনিবার তাঁদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পন্ডা। তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দলের পক্ষ থেকে সবরকম সাহায্য ও সহায়তার ব্যবস্থা করা হবে—এই বার্তাও তাঁদের জানিয়েছেন।

তৃণমূল কংগ্রেস কখনও ভয় বা হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলে পিযূষ বাবু বলেন। তিনি আরও বলেন আমাদের পথ মানুষের পাশে থেকে, মানবিকতার শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।বলেন আমরা প্রতিশ্রুতিবদ্ধ, সুবলবাবুর মতো প্রতিটি তৃণমূল কর্মী নিরাপদ থাকবেন, তাঁদের আত্মত্যাগ ও সংগ্রাম বৃথা যাবে না।





