রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লাগাতার তৃনমূলকে আক্রমন করলেও নিজের দল বিজেপির ভাঙ্গন ঠেকাতে ব্যার্থ।তাই ২১ জুলাইয়ের আগে বিজেপির পঞ্চায়েত সদস্য সহ শাতাধিক কর্মী তৃনমূলে যোগদান করলো।
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের কাশীজোড়া অঞ্চল তৃনমূল দলীয় কার্যালয়ে বিজেপির এক পঞ্চায়েত সদস্য জিতেন মাহাতো সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন।এই দিন নব তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি লক্ষ্মণ হেমব্রম, এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল যুব সভাপতি অয়ন ঘোষ, মুক্তি হাজরা, নিজাম হোসেন, অমূল্য সিং সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা, এই দিন অঞ্চল সভাপতি বলেন আগামী দিনে শালবনী ব্লকে বিজেপির কোন অস্তিত্ব থাকবে না। এই দিন বিজেপি থেকে তৃণমূলে যোগদান করার পর জিতেন মাহাতো বলেন যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলাম।