Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

খেজুরিতে উত্তেজনা:সারা রাত ধরে বোমাবাজী:অভিযুক্ত বিজেপি ।

আবারও খেজুরিতে রাতের অন্ধকারে বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বাড়ির ঘর ভাঙচুর ,বোমাবাজীর ঘটনা ঘটলো। শনিবার সকালেও এলাকায় যত্রতত্র বোমা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে।

বিজেপির পাল্টা অভিযোগ ভোট পরবর্তী হিংসা ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস,এলাকায় বিজেপি কর্মীকে মারধর করে ঘর ছাড়া করেছে ও এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল । ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা। আতঙ্ক এলাকার মানুষজনদের মধ্যে।


খেজুরি দুই ব্লকের জনকা অঞ্চলের পশ্চিম পণিখা ১৯০ নম্বর বুথে গতকাল রাতে তৃণমূল সমর্থকদের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ বিজেপি দুষ্কৃতীরা তাদের বাড়িঘর ভাঙচুর করে এবং বোমাবাজি করে। শনিবার সকালে একাধিক বোমা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে খেজুরি থানার পুলিশ এসে বোমা উদ্ধার করে নিয়ে যায়। বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

অন্যদিকে, বিজেপির পাল্টা অভিযোগ, ভোট পরবর্তী হিংসা ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। এলাকায় বিজেপি কর্মীকে মারধর করে ঘর ছাড়া করেছে ও এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা। আতঙ্ক এলাকার মানুষজনদের মধ্যে।

Related News

Also Read