পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে বর্ণাঢ্য সহকারে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘটত্তোলন হল বৃহস্পতিবার রাত্রিতে। কাথি সুপার মার্কেটের সব্জী ব্যবসায়ীগন গৌরাঙ্গ মহাপ্রভুর পূজা ও তারকব্রহ্ম নামের আয়োজন করে।
সেই অনুষ্ঠানের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে বর্ণাঢ্য সহকারে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘঠত্তোলন হল বৃহস্পতিবার রাত্রিতে। কাথি সুপার মার্কেটের সবজি ব্যবসায়ীগন গৌরাঙ্গ মহাপ্রভুর পূজা ও তারকব্রহ্ম নামের আয়োজন করে। সেই অনুষ্ঠানের শুভ সূচনা হলো বর্ণাঢ্য শোভা যাত্রার মাধ্যমে ভোট উত্তোলন করে। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সবজি বাজার ব্যবসায়ীর কর্মকর্তা, সদস্য সদস্যা,সুভানুধ্যায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Post Views: 25