পূর্ব মেদিনীপুর জেলায় রাজ্যের শাসক দল তৃনমূলের দুটি সাংগঠনিক জেলা ,কাঁথি ও তমলুক।কালী পূজার পরের দিন এই দুই সাংগঠনিক জেলায় রদবদল ঘটালো তৃনমূল রাজ্য নেতৃত্ব।
তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন জেলা পরিষদের মেন্টর অসিত ব্যানার্জী।অপর দিকে কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি হলেন পটাশপুরের পীযূষ পন্ডা।সোমবার দুপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নাম প্রকাশ করা হয়।
দলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি বদলের খবর পাওয়ার পরেই উচ্ছ্বাসে মেতে ওঠেন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা।বিকেলে অসিত বাবুর কোলাঘাটের বাড়িতে শুভেচ্ছা জানাতে আসেন নেতাকর্মীরা।এদিন অসিত বাবু জানান,দলকে শক্তিশালী করা তাঁর লক্ষ্য।সবাইকে নিয়েই তিনি কাজ করতে চান।
Post Views: 21