Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

” শিক্ষাঙ্গনে র‍্যাগিং পুরোপুরি বন্ধ হোক “।

শিক্ষাঙ্গনে র‍্যাগিং পুরোপুরি বন্ধ হোক। বর্তমানে স্কুল ও কলেজে যা ঘটছে তা কখনোই কাম্য নয়। পড়াশোনার সুস্থ পরিবেশ ফিরে আসুক। শনিবার এগরা কলেজ ছাত্র সংসদ আয়োজিত নবীন বরনে অনুষ্ঠানে এহেন মন্তব্য করেন এগরা সারদা শশীভূষন কলেজের অধ্যক্ষ ড: দীপক তামিলী।


তিনি জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে হবে। পাশাপাশি ছাত্রছাত্রীদের কলেজে ৭৫ শতাংশ হাজিরা বাধ্যতামূলক। আর তা না হলে সেমিস্টার পরীক্ষায় বসতে পারবে না। আমরা কলেজে র‍্যাগিং মুক্ত পরিবেশ গড়ে তুলবো। অন্যান্য কলেজের তুলনায় আমাদের কলেজের ছাত্রছাত্রীদের পারফরম্যান্স ভালো। এদিন কলেজের প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের ফুল ও মিষ্টি মুখ করে সংবর্ধনা প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিক, এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম, শিক্ষাকর্মী উদয় পাল, কলেজের আদ্যাপক আলয় চাঁদ বিশ্বাস, ছাত্র নেতা সাওদাগর মাইতি, পিকু জানা-সহ বিশিষ্টজনেরা।

Related News

Also Read