পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের দিনান গ্রামের বাসিন্দা পঞ্চম শ্রেণীর ছাত্রী নিখোঁজ নাবালিকার সন্ধান পাওয়া গেল ।শনিবার থেকে এই নাবালিকা নিখোঁজ ছিলো। সোমবার সন্ধ্যায় সুহানা বিশ্বকর্মা নামে এই নাবালিকার সন্ধান লিলুয়াতে পাওয়া গেছে।
লিলুয়ার একটি হোমে রয়েছে সুহানা বিশ্বকর্মা নামে পঞ্চম শ্রেনীর ছাত্রীটি।প্রাথমিকভাবে জানা গেছে ওই ছাত্রীটিকে শনিবার রাতে ঘোরাফেরা করছিলো হাওড়া জেলার কুলগাছিয়া স্টেশনে কাছে।সেখানে বেশ কিছু মানুষজন দেখতে পায় ওই নবালিকাকে।এরপর রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।
ঐদিনই রাতে পুলিশের পক্ষ থেকে লিলুয়ার একটি হোমে রাখা হয়। পরিবারের বাবা মা লিলুয়ার ঐ হোম কর্তৃপক্ষ যোগাযোগ করে। তবে পরিবারের তরফ থেকে বলা হয়, সোমবার লিলুয়ায় গেলেও সুহানা বিশ্বকর্মাকে তাদের হাতে তুলে দেওয়া হয়নি।আইনি জটিলতার কারনে পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি।