Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। বগটুই গণহত্যা ও অগ্নিসংযোগের প্রধান অভিযুক্ত গ্রেফতার ।।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই বীরভূমের বগটুই গণহত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় বড় সাফল্য পেল ।এই কান্ডের অন্যতম মুল অভিযুক্ত জাহাঙ্গির সেখকে গ্রেফতার করল সিবিআই ।

জাহাঙ্গির সেখ নিহত ভাদু সেখের ভাই । গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে সিবিআই। আজ ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে।


গত ২১ মার্চ রাত্রি সাড়ে আটটা নাগাদ বোমা মেরে খুন করা হয় বগটুই গ্রামের বাসিন্দা বড়শাল গ্রাম পঞ্চায়েত তৃনমুল কংগ্রেসের উপ-প্রধান ভাদু শেখকে। খুনের বদলা নিতে ওই রাতেই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরদিন সকালে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তারাও মারা যান। ২১ জুন সিবিআই দুটি ঘটনার চার্জশিট জমা দেয় ।

ঘটনার পর থেকেই ফেরার ছিল চার্জশিটে নাম থাকা অন্যতম অভিযুক্ত জাহাঙ্গির সেখের।

Related News

Also Read