দলিল লেখকদের এবং গ্রাহকদের অর্থনৈতিক সুরক্ষার দাবিতে পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির কাঁথি শাখার পক্ষ থেকে মঙ্গলবার সকালে কাঁথি সাবরেজিস্টারের কাছে ডেপুটেশন দিল। দলিল
লেখক সংগঠনের কাঁথি শাখার সম্পাদক তপন কুমার সামন্ত বলেন সারা রাজ্যজুড়ে রেজিস্ট সাব-রেজিস্ট্রি অফিসের বায়োমেট্রিক সিস্টেমকে হ্যাক করে সাইবার প্রতারকেরা দলিল লেখকদের ব্যাংক
একাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে। এই ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দলিল লেখকেরা অর্থনৈতিক নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির রাজ্য সম্পাদকের নির্দেশে পূর্ব
মেদিনীপুর জেলার ১৬ টি সাব রেজিস্ট্রি অফিসে গন ডেপুটেশন দেওয়ার কাজ চলছে। প্রসঙ্গক্রমে তিনি বলেন মল্লভূম গ্রামীন বিকাশ ব্যাঙ্ক লিডিং ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মুকুন্দপুর শাখার
তারই অ্যাকাউন্ট থেকে ৩৫ হাজার টাকা তুলে নিয়েছে সাইবার প্রতারকেরা। এভাবে রাজ্যজুড়ে প্রায় ৬ কোটি টাকা ফাইবার প্রতারকরা দলিল লেখকদের অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছে।
এদিন কাঁথি সাব রেজিস্টার এর কাছে দাবি জানানো হয় বায়োমেট্রিক সিস্টেম কে সুরক্ষিত করে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হোক। যার থেকে সাইবার প্রতারকেরা কোন কিছুই করতে পারবে না
। এছাড়া দাবি করা হয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সাইবার প্রতারকদের গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। দলিল লেখক ও গ্রাহকদের নিরাপত্তা ব্যবস্থা কে শক্তপোক্ত করার দাবি জানানো হয়।
দাবি করা হয় দলিল লেখকেরা আর চিহ্নত দার হিসাবে থাকবেনা।এছাড়াও একগুচ্ছ দাবিতে ডেপুটেশন দেওয়া হল।কাঁথির সাব রেজিস্টার জানিয়েছেন বিষয়টি বিবেচনা করা হবে এবং ঊর্ধ্বতন
কর্তৃপক্ষকে জানানো হবে