দীর্ঘ ৪৩ বছরের পুরানো কৃষি সমবায় সমিতির পরিচালন কমিটি ফের নিজেদের দখলে রাখলো শাসক দল তৃনমূল।
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বাড় উত্তরহিংলি-কাষ্ঠখালি সমবায় সমিতির পরিচালন কমিটি দখল করলো শাসক দল ।

এই সমবায় সমিতির ৪৭টা আসন।এর আগে বিনা নির্বাভনে ৩০টি আসনে জয়ী হয়েছিলো শাসক দলের প্রার্থীরা।বাকী ১৭টি আসনে নির্বাচন হয় । তৃনমূলের প্রার্থীদের বিরুদ্ধে রাম-বাম জোট করে লড়ে বিরোধীরা।
শুক্রবার সকাল থেকে নির্বাচনকে ঘিরে উত্তেজনা চরমে ছিলো।বিকালে ফলাফল ঘোষনা হতেই দেখা যায় বিরোধীরা নির্বাচনে কোন প্রভাব ফেলতে পারেনি।১৭টির মধ্যে ১৬টিতে জয়ী হয়েছে তৃনমূল।মাত্র ১টি আসনে জয়ী হয়ে সন্তুষ্ট থাকতে হয় রাম-বাম জোটকে ।

সেটাকেই এবার বড় করে দেখছে বিজেপপি।বিজেপি’র তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় জানান,আমরা একটি আসনে জয়ী হয়েছি । আমরা খাতা খুলতে পেরেছি । সেটাই বড় ব্যাপার । আগামী দিনে মানুষ ওদের প্রত্যাখ্যান করবে।

যদিও বিজেপি’র কোনো যুক্তিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেসের হলদিয়া ব্লক সভাপতি মানস দাস । তিনি বলেন,মানুষ সাম্প্রদায়িক দল বিজেপিকে চায় না । রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়ন কাজে খুশি । সমবায় পরিষেবায় সেই উন্নয়নের ব্যাপক কাজ রয়েছে । তাই সেই সরকারকে সমর্থন জানাতে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ী করেছে ।
তৃণমূল কংগ্রেস ব্লকের সম্পাদক সুব্রত হাজরা জানান,আগামী দিনে সমবায় পরিষেবায় আরও গুচ্ছ উন্নয়ন পরিকল্পনা যুক্ত হচ্ছে । মানুষের পাশে থেকে আর্থ পরিকাঠামো চাঙা করাটাই প্রধান লক্ষ্য ।






