Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

।। নিকাশী খালের জলস্রোত আটকে সেতু তৈরীর বিরুদ্ধে স্মারকলিপি ।।

কোলাঘাটে টোপা ড্রেনেজ খালের উপর জনস্বাস্থ্য কারিগরী( পি.এইচ.ই.) দপ্তরের লোহার সেতুর মাধ্যমে পাইপ লাইন নিয়ে যাওয়ার অভিযোগের পর ফের দেহাটি খালে অনুরূপ লোহার সেতু তৈরি করার অভিযোগ উঠল ওই দপ্তরের বিরুদ্ধে।

আজ এ ব্যাপারে কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সেচ দপ্তরের এস.ডি.ও., কোলাঘাটের বি.ডি.ও.এবং জনস্বাস্থ্য ও কারিগরী দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নিকট অভিযোগ জানানো হয়েছে।



পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানান, দেহাটি খাল দিয়ে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, পাঁশকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের একাংশের প্রায় শতাধিক মৌজার জলনিকাশি হয়। খালের যে লেবেলে ওই লোহার সেতু করা হয়েছে, বর্ষার সময় শুধু নয়,অন্য সময়ও খালের সমস্ত রকম আবর্জনা এসে ওই সেতুতে আটকে জলনিকাশি ভীষণভাবে ব্যাহত করবে।

ফলস্বরূপ অবিলম্বে খালের মূল স্রোতের উপর লোহার সেতুর থাম সরিয়ে ও খালের বাঁধ বরাবর সেতু তৈরী করে জল নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে।

Related News