শিব ও পার্বতী পুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। হিন্দুরা বিশ্বাস করেন এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্ত্যে অবতীর্ণ হন।
পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার এক নম্বর ব্লকের রামনগরে সোমবার সন্ধ্যা আটটার সময় গনেশ বন্দনার দ্বিতীয় তম ফিতা কেটে সুচনা করলেন রাজ্য সরকারের কারামন্ত্রী তথা এলাকার বিধায়ক অখিল গিরি, উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, রামনগর -১ শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক, রামনগর -১ কর্মাধ্যক্ষ জহিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও রয়েলস ক্লাবের সদস্য বৃন্দ।


Post Views: 29