Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

আজ কেমন যাবে আপনার

মেষ রাশি

 

আজ আপনার জীবনে পারিবারিক সুখের ছোঁয়া থাকবে প্রবল। আপনাকে খুব বুঝে শুনে কাজ করতে হবে, কারণ বদনাম হওয়ার আশঙ্কা রয়েছে।

 

বৃষ রাশি

 

আজ কোনও ভাবেই অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করতে যাবেন না। মহা বিপদের মুখে পড়তে হতে পারে।

 

মিথুন রাশি

 

মানসিক দিকটা একটু বিপর্যস্ত থাকতে পারে। পরিবর্তনশীল কাজের সুযোগ আসতে পারে।

 

কর্কট রাশি

 

আজ নিজের ক্রোধের উপর খুব বেশি নিয়ন্ত্রণ রাখতে হবে। এর ফলে কোনও কাজে ভুল হয়ে যেতে পারে।

 

সিংহ রাশি

 

আজ আপনার পরিস্থিতি কেউ বুঝতে চাইবেন না, আর আপনি বোঝাতেও পারবেন না। অভিজ্ঞতা থাকলেও আজ কর্মে অবনতি দেখা দেখা যাবে।

 

কন্যা রাশি

 

বন্ধুর সাহায্যে নিজের কোনও ভারি সমস্যা থেকে মুক্তি পাবেন। কাজের চাপে মানসিক চাপ বৃদ্ধি পাবে।

 

তুলা রাশি

 

এই রাশির পারিবারিক সম্পর্কে টানাপড়েন দেখা দিলেও, দিনের শেষে সব ঠিক হয়ে যাবে। কোনও সুখবর পাওয়ার আশা রাখতে পারেন।

 

বৃশ্চিক রাশি

 

আজ কোনও বিষয়ে এতটাই আতঙ্কিত থাকবেন যে কিছুই ভাল লাগবে না। নিজের প্রাপ্য আদায় করতে গিয়ে বেশ বেগ পেতে হবে।

 

ধনু রাশি

 

আজ প্রেমের দিকে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না, সিদ্ধান্ত নেওয়ার সময়টা পিছিয়ে দিন। শ্রমিকদের সঙ্গে বাজে ব্যবহার করতে যাবেন না।

 

মকর রাশি

 

গুরুজনদের সুপরামর্শে আজ বিশেষ কোনও কাজে সফলতা মিলবে। দীর্ঘ দিনের পাওনা আদায় হতে পারে।

 

কুম্ভ রাশি

 

বাড়িতে অতিথি আসলে তাঁদের সঙ্গে খুব বুঝে কথা বলুন। খুব বেশি বিবাদের আশঙ্কা রয়েছে।

 

মীন রাশি

 

ঈশ্বরে ভক্তি বৃদ্ধি পেতে পারে। মানসিক দিকটা আজ খুব ফুরফুরে থাকবে।

Related News

Also Read