পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার উদ্যোগে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া একাধিক মোবাইল বুধবার রাত্রে ফিরিয়ে দেওয়া হলো তাদের প্রকৃত মালিকদের হাতে। নিজ মোবাইল পুনরায় ফিরে পেয়ে খুশি সকলেই। থানার উদ্যোগে টেকনিক্যাল সাহায্যে মোবাইলগুলিকে ট্র্যাকিং-এর মাধ্যমে খুঁজে বের করে ফিরিয়ে দেওয়া হলো ।
পূর্বেও একাধিকবার নন্দকুমার থানা নজির গড়েছিল তাদের এহেন কাজের জন্য।এ বিষয়ে নন্দকুমার থানার ওসি মনোজ কুমার ঝা মোবাইল নিয়ে জনসাধারণকে আরও বেশি সতর্ক থাকার নির্দেশ দেন। মোবাইলে সংরক্ষিত ইম্পোর্টেন্ট ডাটার যাতে কোনোভাবেই অপব্যবহার না হয় তার কথা মাথায় রেখেই আরো বেশি সতর্কতার প্রয়োজন। তাই জনসাধারণের উদ্দেশ্যে মোবাইল চুরি যাওয়া মাত্রই থানায় জিডি নথিভুক্ত করার নির্দেশ দেন তিনি। সে ক্ষেত্রে মোবাইলের মাধ্যমে ক্রাইম রুখতে ও দ্রুত মোবাইলটির প্রকৃত মালিককে খুঁজে পাওয়া সম্ভব হয় বলেও জানান তিনি।