Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

বিধবার মৃতদেহ উদ্ধার পূর্ব মেদিনীপুরে

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে মাজনাবেড়য়ার বিধবার মৃতদেহ উদ্ধারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সমাজ মাধ্যমে বিজেপির পক্ষ থেকে প্রচার করা হয়েছে বিধবা মহিলাকে আরজিকরের মত ধর্ষণ করে খুন করা হয়েছে। প্রত্যুত্তরে আইএনটিটিউসির কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক গৌতম জানা বলেন যেকোন মৃত্যুই দুঃখজনক। তাকে নিয়ে বিজেপি রাজনীতি করছে। যা আমাদের কাম্য নয়।

মৃতা বিধবা পূর্ণিমাখাসকিল এর ছেলে জয়ন্ত খাসকিল জানিয়েছেন তার মা একা থাকত। তাই তিনি খুনের অভিযোগ করে নিরপেক্ষ তদন্তের দাবি করেছে সংবাদ মাধ্যমের কাছে। সূত্রের খবর রবিবার বিকেলে চন্ডিপুর থানার পুলিশ ভগবানপুরের মাজনাবেড়িয়া গ্রাম থেকে পূর্ণিমা খাসকিল এর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগ পূর্ণিমা খাসকিল বাড়িতে একা থাকতো। সেই কারণে তাকে খুন করা হতে পারে বলে অনুমান প্রতিবেশীদের। তবে এটি খুন নাকি আকস্মিক মৃত্যু এই নিয়ে ধান্দে পড়েছে এলাকাবাসী সহ পুলিশ। ময়না তদন্তে রিপোর্ট হলে তবেই বোঝা যাবে যে  মৃত্যুর প্রকৃত কারণ কি। তার পুত্র নিরপেক্ষ তদন্তের দাবি করেছে।

Related News