Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

।। করমন্ডল ট্রেন দুর্ঘটনায় আহতকে সহায়তা এগরা পৌরসভার কাউন্সিলারদের ।।

প্রতিবেশী রাজ্য উড়িষ্যার বালেশ্বরে গত ২ জুন মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটেছিলো । তারপর কেটেগেছে ১৮ দিন। এখনো দেশবাসীর মন থেকে দুর্ঘটনার বিভীষিকা মুছে যায়নি।দুর্ঘটনায় ২৯০ এর অধিক মানুষের মৃত্যু হয়েছিল। গুরুতর আহত হাজারের বেশি।

পূর্ব মেদিনীপুরের এগরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা চিত্তরঞ্জন চক্রবর্তী করমন্ডল ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে গুরুত্বর আহত হন। হাসপাতালে চিকিৎস্যার ১৮ দিন পরে বাড়ি ফিরলেন। চিত্তরঞ্জন বাবুর বয়স প্রায় ৫৩ বছর ।
প্রায় ৩০ বছর রেলের ক্যাটারিং এ রান্নার কাজ করছেন। তিনি ওই দিন করমন্ডল এক্সপ্রেসে ডিউটি করার করার সময় ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়।

১৮ দিন তিনি কটকের এসসিবি মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। মঙ্গলবার তিনি বাড়ি হেরেন । আজ তার বাড়িতে গিয়ে তার সাথে দেখা করে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এগরা পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমা চক্রবর্তী, পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর সুরজ আলী, তৃণমূলের যুব সহ সভাপতি গৌতম বেরা প্রমুখরা।

Related News

Also Read