রেল পুলিশ পা কাটা অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসক ওই ব্যক্তিকে দেখে মৃত বলে ঘোষণা করে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত শাসন স্টেশনের কাছে ডাউন রেললাইনের উপর।
বারুইপুর রেল পুলিশ সূত্রে খবর লক্ষীকান্তপুর থেকে শিয়ালদা যাওয়ার গাড়ি আপ প্রথম ট্রেনের ড্রাইভার বারুইপুর জিআরপি থেকে খবর দেয় শশান স্টেশনের লাইনের ওপর ডাউনে এক ব্যক্তি পা কাটা অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে বারইপুর স্টেশনে আরপিএফ কর্মীরা ছুটে যায় এবং ওই ব্যক্তিকে নিয়ে বারুইপুর মহাকুমা হাসপাতালে আসলে বারইপুর মহকুমার হাসপাতালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
ওই ব্যক্তির একটা পা কাটা অবস্থায় ছিল। তবে ওই ব্যক্তির নাম ঠিকানা কিছু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কিনা তা রেল পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করেছে । এই ঘটনায়এলাকার চাঞ্চল ছড়ায়।
পরে বারুইপুর মহকুমা হাসপাতালে থেকে বারুইপুর থানায় খবর দিলে বারুইপুর থানার পুলিশ ওই ব্যক্তির মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়।