Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

বিজয়া সম্মিলনী ও সমুদ্রের গর্ব সম্মান প্রদান

বিজয়া সম্মিলনী ও “সমুদ্রের গর্ব সম্মান ২০২৫” প্রধান অনুষ্ঠান এর আয়োজন করল পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিত। সমিতির পক্ষ থেকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বিশিষ্ট মৎস্যজীবীদের “সমুদ্রের গর্ব” সম্মান প্রদান করা হলো।

উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক , এ ডি এফ জেনারেল সৌরেন্দ্রনাথ জানা , পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল, সম্পাদক অজয় সাহু , ডি এফ ও মেরিন প্রেমচাঁদ কুমার , কাঁথি মহকুমা মৎস্য খটি কমিটির সভাপতি সেক আজিজুল আলী,সম্পাদক রবিন বর, ক্যাশিয়ার নিতাই ঘোড়াই,বিশিষ্ট সাহিত্যিক পরিতোষ মন্ডল , জেলা পরিষদের সদস্য পলাশ বর্মন , কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শিবশঙ্কর খিলা, জেলা কমিটির সহ সম্পাদ গৌরী শংকর মিশ্র, জেলা কমিটির সদস্য আকাশ আলী, সবিতা মাল, লক্ষ্মী রানী পন্ডা, গৌরাঙ্গ শাসমল, অজিত দত্ত, সহ সকল মৎস্য খটির সভাপতি সম্পাদক ও ব্লকের কনভেনারা উপস্থিত ছিলেন।

Related News

Also Read