প্রদীপ কুমার মাইতি :- দুর্নীতির বিরুদ্ধে সিপিআইএমের মিছিলে ঢল নামলো মানুষের। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বামেদের মিছিলে শেষ কবে এত লোক পায়ে পা মিলিয়েছেন তা মনে করতে পারছেনা খোদ বামফ্রন্টের নেতৃত্বরাই।
পটাশপুরের মোতিরামপুর থেকে মিছিল কয়েক কিলোমিটার স্থানীয় বাজার পরিক্রমা করে পটাশপুর বাসস্ট্যান্ডে মিছিল শেষ হয়। সেখানেই সমাবেশও হয়।
বাম নেতৃত্বের দাবি,রাষ্ট্রায়ত্ত সম্পদ লুট, মূল্যবৃদ্ধি, খাদ্যপণ্যের জিএসটি, বেকারি, বিভাজনের নীতির বিরুদ্ধে, সব হাতে কাজ ও ন্যূনতম মজুরির নিশ্চিতকরণের স্বার্থে, দুর্নীতিগ্রস্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে সিপিআইএমের তরফে।
এ দিনের সমাবেশে তৃনমূল ও বিজেপির দুর্নীতির প্রতিবাদ এবং গ্রেপ্তারের দাবিতে বক্তব্য রাখে নেতৃত্বরা। উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুব্রত পন্ডা, সত্যরঞ্জন দাস, কালীপদ দাসমহাপাত্র, কৃষ্ণপদ মাইতি ও নাসের হোসেন বেগ প্রমুখ।