Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। খেজুরীর গাবতলিয়া কিশোর সংঘের বট বৃক্ষরোপণ ।।


খেজুরীর গাবতলিয়া গ্রামের কিশোর সংঘের উদ্যোগে তালপাটি খালপাড়ে একটি বটবৃক্ষের চারাগাছ রোপণ করা হয়৷ উপস্থিত ছিলেন কিশোর সংঘের সভাপতি ডা. বিশ্বজিৎ সামন্ত, লায়ন্স ড. বিষ্ণুপদ জানা, বৃক্ষমিত্রা তনুশ্রী কর জানা, সত্যজিৎ ভূঞ্যা, সমরেশ সুবোধ পড়িয়া, পার্থসখা গিরি, দেবশংকর প্রধান, রূপক সামন্ত, শ্রীরঙ্গম প্রধান, শুভঙ্কর প্রধান প্রমুখ সংঘের সদস্যবৃন্দ৷ উপস্থিত অতিথিগণ বৃক্ষরোপণ ও অরণ্যসপ্তাহ বিষয়ে সংক্ষেপে আলোচনা করেন৷ সংঘের সভাপতি ডা. সামন্ত উপস্থিত সবাইকে অরণ্য সপ্তাহের শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷

Related News

Also Read