ইন্দ্রজিৎ আইচ :- সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। এই পুজো উপলক্ষে মুক্তি পাবে নানা পরিচালকের নানান সিনেমা।
এই পুজোয় উইন্ডো প্রোডাকশান
এর নতুন ছবি বহুরূপী মুক্তি পাবে আগামী ৮ ই অক্টোবর। ঠিক তার আগেই গতকাল পার্ক হোটেলে মুক্তি পেলো বহুরূপী ছবির গান। সন্ধায় এক জমকালো পরিবেশে নাচে গানে জমে উঠেছিলো সেই সন্ধ্যা। বনী র সঙ্গীত পরিচালনায় এই ছবিতে প্রথম গান গেয়েছেন বহুরূপী ননিচোরা দাস বাউল আর শ্রেষ্ঠা দাস। এই মিউজিক এর ভিসুয়াল করেছেন ইন্দ্রনাথ এবং মলয়। গানটি হলো
” আজ বসন্তের গায় হলো…”। সেই সঙ্গে আরো চারটি গান আছে এই ছবিতে। সেইগুলো হলো আজ সারা বেলা, ডাকাতিয়া বাঁশি প্রমুখ গান।
এই গানগুলো গতকাল মুক্তি পেলো। টাইমস মিউজিক বাংলা আর জংলী মিউজিক এর আয়োজনে এই গানগুলো সঙ্গীতের যত প্ল্যাটফর্ম আছে তাতে শোনা যাবে এবং দেখা যাবে। এই সঙ্গীত গুলো র উদ্বোধনে হাজির ছিলেন বহুরূপী ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা দাস।
মঞ্চে ছিলেন অভিনেত্রী কৌশানি মুখার্জী, সঙ্গীত শিল্পী সুরজিৎ চ্যাটার্জী, অর্ণব দত্ত, শ্রেষ্ঠা দাস, ননিচোরা দাস বাউল সহ আরো অনেক শিল্পী। এই বহুরূপী ছবি র কথা ও সুর করেছেন অনুপম রায়, শ্রেষ্ঠা , ননিচোরা। গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল, শিলাজিৎ, ননিচোরা দাস বাউল,
শ্রেষ্ঠা দাস এবং অর্ণব দত্ত। নাচ, গান, গল্প, অভিনয় সব মিলিয়ে জমে উঠবে বহুরূপী ছবি। ছবিতে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, রীতাভরি চক্রবর্তী।