প্রদীপ কুমার সিংহ
স্ত্রীর অবৈধ সম্পর্ক প্রতিবাদ করায় স্ত্রীর প্রেমিকের হাতে মার খেলেন স্বামী। এমনই ঘটনা ঘটেছে শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত নবগ্রাম এলাকায়। আহত স্বামীর নাম বিদ্যুৎ মন্ডল (৪৬)। বাড়ি নবগ্রাম এলাকায়। বিদ্যুৎ মন্ডলের সঙ্গে ষষ্ঠী মন্ডলের বিবাহ অনেকদিন আগেই হয়েছিল। দু’বছর আগে ওই এলাকার এক ব্যক্তি সোমনাথ মন্ডলের সঙ্গে আলাপ সেখান থেকেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

স্বামী বিদ্যুৎ মণ্ডল খবর টা এর আগেই পেয়েছিল। তাছাড়া ফ্রি ওনাকে কোন ফোন কিছু দিত না। ফোন আসলে বাইরে গিয়ে কথা বলতেন ওনার স্ত্রী। তাতে আরও সন্দেহ বেড়ে যায়। শেষে শুক্রবার রাত্রিবেলায় তার স্ত্রীর সঙ্গে সোমনাথ মন্ডলকে একসঙ্গে দেখতে পায় তাতে প্রতিবাদ করায় সোমনাথ মন্ডল বিদ্যুৎ মণ্ডলকে বেধড়ক মার মারে। তার মুখে,পিঠে বিভিন্ন জায়গা আঘাত করে। মুখ ফেটে যায়। মাথা ফাটিয়ে দেয়।রক্তাক্ত অবস্থায় বিদ্যুৎ মন্ডলকে ঐদিন রাত্রিবেলায় স্থানীয় বাসিন্দারা বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। রাতে হাসপাতালেই ছিল।শনিবার দুপুরে বিদ্যুৎ মণ্ডল বারুইপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে সোমনাথ মন্ডল এর নামে। বারুইপুর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।





