Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

বারুইপুর রাজপথে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ।

প্রদীপ কুমার সিংহ:- বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল হয়। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানা অন্তত বারুইপুর স্টেশন রেল ময়দান থেকে একটি প্রতিবাদ মিছিল করে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তা চলে বারুইপুর নিউ ইন্ডিয়া মাঠ পর্যন্ত। প্রায় হাজার খানেক যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা ২ কিলোমিটার পথ পদব্রজে এই প্রতিবাদ মিছিল করে। এই মিছিলে অংশগ্রহণ করেন তৃণমূল ছাত্র পরিষদের বেশ কিছু কলেজের স্টুডেন্ট ও অটো, টোটো ইউনিয়নে তৃণমূল কংগ্রেসের যুব কর্মীরা।
মাদারাট পঞ্চায়েতের প্রধান রক্ষিত নস্কর তিনি বলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার নিজেকে বড় বেশি জ্ঞানী বলে মনে করেন। ফাঁকা কলসির আওয়াজ বেশি।তাই স্বামী বিবেকানন্দকে কুরুজিকর মন্তব্য করেন। তিনি আরো বলেন স্বামী বিবেকানন্দর যুবসমাজের আইকন।স্বামী বিবেকানন্দ ভারতের তথা বিশ্বের গর্ব। স্বামী বিবেকানন্দ আদর্শ নিয়ে মানুষ বাস করে। সেই স্বামী বিবেকানন্দ এর নামে কুরুচিকর মন্তব্য করার জন্য আমরা প্রতিবাদ মিছিল করেছি। তবে সুকান্ত মজুমদারে এই কথার পরিপ্রেক্ষিতে বারুইপুরে যদি কোনদিন আসেন আমরা প্রতিবাদ জানাবো ।

Related News

Also Read