পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে এক যাত্রীবাহী বাসে আচমকা আগুন লাগায় আতংক ছড়ায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই চলন্ত বাসে আচমকাই আগুন লাগে। যার থেকে ব্যাপক ধোঁয়া বেরনো শুরু হয়।
ঘটনাটা নজরে আসতেই আতঙ্ক ছড়ায়। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি বাস থেকে নেমে যান যাত্রীরা। চাঞ্চল্যকর ঘটনাটা সোমবার সকালের । মহিষাদলের আজড়া এলাকায় এই ঘটনা ঘটে।
হলদিয়া-কোলাঘাট রুটের বাসটি রাজ্য সড়ক দিয়ে হলদিয়ার দিকে যাচ্ছিল। যাত্রীরা হঠাৎই দেখতে পান, চলন্ত বাস থেমে যেতেই অনর্গল ধোঁয়া বেরোচ্ছে বাসের নীচ থেকে।
পরে দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।কোন হতাহতের ঘটনা ঘটেনি।
Post Views: 18