Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

অল ইন্ডিয়া ওয়েল্ফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপন এবং গাছ বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অল ইন্ডিয়া ওয়েল্ফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাঁথি শহরে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন এবং  আম গাছ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে খেজুরি জোনাকি চেরিটেবল ট্রাস্টও অংশগ্রহণ করে।


কাঁথি রেলওয়ে স্টেশনে যাত্রীদের মধ্যে  আমের চারা বিতরণ করা হয়। অল ইন্ডিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রয়াসকে কাঁথি বনদপ্তরের আধিকারিক সহ কাঁথি রেলওয়ে ডিভিশনের ম্যানেজার ও জিআরপি পুলিশ ভুয়সি প্রশংসা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি  আইনজীবী  মঞ্জুর রহমান খান, সম্পাদক শেখ নুর ইসলাম ,সহ সভাপতি শেখ সাবার সহ সংস্থার সকল সদস্য গণ।

Related News

Also Read