প্রদীপ কুমার সিংহ
এস আই আর চালু হবে আগামী ৪ই নভেম্বর থেকে তার আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারুইপুর পূর্ব বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারুইপুর লীলা সিনেমায় শনিবার সকালে বুথ এজেন্ট নিয়ে একটি কর্মশালা পালিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সরদার বারুইপুর পূর্ব বিধানসভার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ১৫টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য এবং অঞ্চল সভাপতি যুব সভাপতি সোশ্যাল মিডিয়া কমিটির সম্পাদ ক সহ ২৮৬টির বুথ কমিটির বুথ এজেন্ট।

এই অনুষ্ঠানে বিধায়ক বিভাগ সরদার বলেন বুধবার দিন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিং করে বুঝিয়ে দিয়েছেন এম এল এদের কি করতে হবে। এস আই আর ৪ই নভেম্বর থেকে চালু হচ্ছে। যারা বি এল এ আছেন তারা প্রত্যেকে নির্বাচন কমিশনারের মনোনীত বি এল ও কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। কোনভাবেই নেগলেট করা যাবে না। প্রতিটা মানুষের বাড়ি যেতে হবে , প্রত্যেকের নাম যাদের ভোটার লিস্টে আছে তাদের এবং যাদের নাম নেই তাদের নামে ফর্ম ফিলাপ করতে হবে দুটি। একটি ফরম ফিলাপ করে ভোটারের কাছে দিতে হবে আরেকটি বি এল ও কে দিতে হবে। পরে সেই ভোটারের নাম উঠেছে কিনা তাও সজাগ থাকতে হবে।কোন প্রকারে কোন ভোটারের নাম বাদ যেন না যায়। যদি কোন পরিবারের পাঁচজনের ভোটার লিস্টের নাম থাকে দুজন যদি বাড়ি থাকে তিনজন বাড়িতে না থাকলেও পরে গিয়ে সেই বাড়ি থেকে নাম তুলে ভোটার লিস্টে দিতে হবে। এর জন্য বুথ ওয়াইস কমিটি গঠন করে এই বিধানসভায়। সিপিএম,বিজেপি, আইএসএফ চাইছে তারা একত্র হয়ে তৃণমূল কংগ্রেসের ভোটারের নাম বাদ দেয়। সেই জায়গাটা সজাগ থাকতে হবে তৃণমূল কর্মীদের। বি এল ও কর্মী যদি তৃণমূল কংগ্রেস লোক হয় তাহলেও তার সঙ্গে বি ওলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভোটার লিস্টের নাম তুলতে হবে। কোন ব্যাপারে এই এই কর্মসূত্রে অনীহা দেখা যাবে না। বিধায়ক আরো বলেন এই বিধানসভা থেকে আগামী বিধানসভা ভোটে যাতে এক লক্ষ ভোটে জেতা যায় সেই ব্যবস্থা করতে হবে। ১৫ টি গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটিতে গ্রামের কমিটি গঠন করেছে। যেমন ওই কমিটিতে যেমন বি এল এ থাকবে তেমনি অবজারভার থাকবে তার ওপরে সুপার অবজারভার থাকবে। শ্যাম সুন্দর চক্রবর্তী বলেন এস আইআর শুরু হচ্ছে 8ই নববর্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা সজাগ থাকবে প্রত্যেক ভূতের প্রত্যেকের বাড়িতে বাড়িতে যেতে হবে কোনভাবেই মানুষকে অবহেলা করা যাবে না প্রত্যেকের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। নেতা থেকে ই কর্মীর দায়িত্ব সবচেয়ে বেশি আগামী বিধানসভা ভোটে। কর্মিরা পুরোটাই এই দায়িত্ব নিতে হবে। বিজেপি চাইবে তৃণমূল কংগ্রেসের নাম বাদ দিতে সেখানে প্রত্যেকেই এই ভোটার লিস্টে নাম রাখতে হবে।
বিধায়ক এবং ব্লক সভাপতি এই অনুষ্ঠানের প্রত্যেক তৃণমূল সদস্য প্রদান উপপ্রধান যারা ছিলেন তাদের আগামী বিধানসভার ভোটে এক লক্ষ ভোটে জেতার টার্গেট দিয়েছে।





