Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩১ বুধবার ( ১২ই মার্চ, ২০২৫ )

পূর্ব মেদিনীপুরে বামপন্থী গণসংগঠনের উদ্যোগে একুশে ফেব্রুয়ারির উদযাপন

আন্তর্জাতিক মাতৃভাষা শহীদ দিবস পালন সারাদেশ এবং রাজ্য জুড়ে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার বামপন্থী গণসংগঠন গুলোর উদ্যোগে ।জেলার বিভিন্ন অংশে নাচ গান আবৃত্তি সহ মাতৃভাষা দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে অনুষ্ঠান হয়।

পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে সুকুমার সেনগুপ্ত ভবনের আন্তর্জাতিক মাটি ভাষা দিবস উদযাপিত হয় গনসংগঠ গুলোর উদ্যোগে।নিমতৌড়িতে বক্তব্য রাখেন সিপিআইএম পার্টির পলিটব্যুরোর সদস্য এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ,সাহিত্যিক সুদিন চট্টোপাধ্যায় ও উপন্যাসিক দেবারতি মুখার্জি,গণ আন্দোলনের নেতৃত্ব নিরঞ্জন সিহি, প্রাক্তন সাংসদ প্রশান্ত প্রধান বক্তব্য রাখেন ,বিভিন্ন বামপন্থী সংগঠনের নেতৃত্ব শিল্পী সাহিত্যিক।
পাশাপাশি কাঁথিতে বামপন্থী গণ সংগঠনগুলোর উদ্যোগে মাতৃভাষা দিবস পালিত হয় কাঁথি পোস্ট অফিসের সামনে ভাষা শহীদ দিবস সম্পর্কে বক্তব্য রাখেন এ বি টি এ কাঁথি মহাকুমার সম্পাদক দীপক প্রধান ,১২ জুলাই কমিটির পক্ষে অনল দাস, সুশান্ত ঘোষ,কৌশিক রায়,অর্ণব মাইতি।গান, আবৃত্তি  করেন কৌশিক পন্ডা ,মঞ্জু তোলা ,দীপক হোতা প্রমূখ।বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আবৃত্তি হয়।
সভাপতিত্ব করেন প্রণব পন্ডা।

Related News