পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রামনগর রাও হাই স্কুলের ৮৯তম প্রতিষ্ঠা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয় সোমবার। মঙ্গলদীপ প্রজ্জ্বলন, মঙ্গলস্তোত্র পাঠ,শঙ্খধ্বনি, উলুধ্বনিসহ বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার পাল। উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক শ্রীপতি দাস, প্রাক্তন পার্শ্ব শিক্ষক বিজয়ানন্দ মাইতি ও গোপাল রাউৎ, প্রাক্তন ছাত্র খোকন থাট প্রমুখ ।১৯৩৭ সালের ৬ই জানুয়ারী তদানীন্তন কাঁথি মহকুমা শাসক দক্ষিণ ভারতীয় আই সি এস বি জি রাওয়ের ঐকান্তিক চেষ্টায় নরিহা গ্রাম নিবাসী বিশিষ্ট আইনজীবী বিধুভূষণ পন্ডা সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় এই রামনগর রাও হাই স্কুল।
পরাধীন ভারতবর্ষের বঙ্গোপসাগরের উপকূলবর্তী প্রত্যন্ত এলাকায় শিক্ষা বিস্তারে এগিয়ে এসেছিলেন আরো অনেকে । আজ তাদের স্মৃতিচারণা ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় । বিদ্যালয়ের এন সি সি বিভাগের ক্যাডেট অনিক দাসের নেত্রীত্বে ড্রীল প্রদর্শিত হয়। বিশেষ বিশেষ ক্যাডারদের পুরস্কৃত করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে ছাত্র-ছাত্রীদের শপথ পাঠ করান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়াও এই দিন বিদ্যালয় পরিবেশ রক্ষায় বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয় ।উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা- শিক্ষাকর্মী ও অভিভাবক। সহযোগিতায় শিক্ষক অরুণাভ সামন্ত, বিমান দে,অসিত বরণ সাহু, বাঁশরী কুমার সাউ, দেবাশিস রায়, যোগেশ কর, শিক্ষাকর্মী রাখহরি মাইতি, অরবিন্দ সাঁতারা, শ্রীমন্ত পাত্র প্রমুখ।সঞ্চালনায় এ এন ও সহ শিক্ষক বিদ্যাসাগর মাহাত ।