Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

।। গভীর রাত্রে মন্দিরের তালা ভেঙ্গে টাকা-গহনা চুরি করলো দুষ্কৃতীরা ।।

রথের আগের দিন গভীর রাত্রে প্রাচীন মন্দিরের গ্রিলের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে ঘটনাটি এলাকাবাসির নজরে
আসে।চুরীর ঘটনা ঘটেছে পটাশপুর থানার পশ্চিম খাড় গ্রামের শীতলা মায়ের মন্দিরে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মন্দিরের গ্রিল খোলা অবস্থায় দেখতে পান স্থানীয়রা৷ এরপর তাঁরা খবর দেন মন্দিরের সেবাইতকে।
মন্দিরের সেবাইত এসে দেখেন গ্রিলের তালা ভাঙা৷ এমনকী, প্রণামীর বাক্সের তিনটি তালাও ভাঙা অবস্থায় রয়েছে এবং সেখানে থাকা টাকাপয়সা কিছুই নেই।

স্থানীয়রা বলে সারা বছর প্রণামি বাক্সে ভক্তদের দান করা অর্থ চুরি করে দুষ্কৃতীরা। এই প্রথম এই মন্দিরে চুরির ঘটনা ঘটল বলেও দাবি স্থানীয়দের৷ সকালেই খবর দেওয়া হয় পটাশপুর থানায়৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ৷

Related News